দর্শকের মন পেতে এবার আইটেম গান দিয়ে সিনেমায় ফিরতে চাইছেন প্রীতি জিনতা। গত কয়েক বছর ধরেই অভিনয়ে অনেক কম পাওয়া যাচ্ছে তাকে। বলিউডে প্রীতির পড়তি সময় এটা, ক্যারিয়ার শেষ- এমনটাই বলছেন বলিউডসংশ্লিষ্টরা। ঠিক এই পড়তি সময়েই চমক নিয়ে আসছেন প্রীতি।
নাম না ঠিক হওয়া এ ছবিটি পরিচালনা করছেন ফারহান আক্তার। তবে ছবিটিতে অভিনয় করবেন না, শুধু আইটেম গানেই কোমর দোলাবেন প্রীতি। জানা গেছে, ব্যাপক খোলামেলা রূপেই এই গানে পারফর্ম করবেন তিনি। একদম নতুন রূপে আকর্ষণীয় প্রীতিকে দেখতে পাবেন দর্শক, যা নাকি আগে কখনো দেখা যায়নি। গানটির কোরিওগ্রাফি করবেন গনেশ আচার্য।
গানটি নিয়ে বেশ উত্তেজিত প্রীতি। এ বিষয়ে তিনি বলেন, 'আইটেম গানের প্রতি ঝোঁক আমার বরাবরই ছিল। শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার বন্ধু ফারহান যখন প্রস্তাবটি করলো তখন রাজি হয়ে যাই। বেশ বড় আয়োজনের এ আইটেম গানে হট প্রীতিকেই সবাই পাবেন। গানটির শুটিংয়ে খুব শিগগিরই অংশ নেবো। আশা করছি ভালো লাগবে সবার।'