বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বিদায় নিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। ১৭ এপ্রিল তার দুই বছর মেয়াদের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়াদ শেষ হওয়ার দিন আমি সরকারের কাছে আমার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এখন সরকার আমার দায়িত্বের মেয়াদ বাড়াবেন, নাকি আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন তা জানি না। তবে আমার দায়িত্ব পালনকালে আমি এফডিসির উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছি এবং সরকার ও চলচ্চিত্রকারদের সহযোগিতা পেয়েছি। এফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকারের দেওয়া ৫৯ কোটি টাকা দিয়ে উল্লেখিত কাজ শুরু করেছি। ইতোমধ্যে ডাবিং থিয়েটারকে ডিজিটালের আওতায় আনা হয়েছে। শীঘ্রই ক্যামেরা ও সম্পাদনা বিভাগের যন্ত্রপাতি এসে পৌঁছাবে। আশা করছি এ বছরের মধ্যেই এফডিসি পূর্ণাঙ্গ ডিজিটাল সংস্থায় পরিণত হবে।
এদিকে চলচ্চিত্র সংগঠনের নেতা ও চলচ্চিত্রকাররা বলছেন, পীযূষ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব পালনে ধীরগতির কারণে যথাসময়ে সরকারের বরাদ্দ অর্থ কাজে লাগিয়ে এফডিসিকে ডিজিটালাইজ করা যায়নি। চলচ্চিত্রকাররা এখন একজন দক্ষ সাংস্কৃতিক কর্মীকে এ সংস্থার এমডি পদে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার থেকে যুগ্ম তথ্যসচিব হারুনুর রশীদকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে এফডিসিতে নিয়োগ দিয়েছে সরকার।