পরীমনি। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এ সময়ের অন্যতম উঠতি নায়িকা তিনি। ছবি মুক্তির আগেই আলোচনায় চলে এসেছেন লাস্যময়ী এ অভিনেত্রী। বেশ কয়েকটি ছবির মধ্যে নজরুল ইসলাম খানের 'রানা প্লাজা' ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এতে পরীর বিপরীতে রয়েছেন হালের আরেক জনপ্রিয় অভিনেতা সাইমন।
এ ছবি সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, দুজনের রসায়ন খুবই চমৎকার। এই দু'জনকে জুটি করে ইতোমধ্যে বেশ কয়েকজন পরিচালক ছবি বানাতে আগ্রহ দেখিয়েছেন। শুধু আগ্রহ নয় এই জুটি চুক্তিবদ্ধ হয়েছেন তিনটি ছবিতে। ছবিগুলো হচ্ছে শাহীন সুমনের প্রবাসী ডন, এফ আই মানিকের সারপ্রাইজ এবং অপূর্ব রানার উড়ে যায় মন। প্রত্যেকটি ছবিতেই পরীর বিপরীতে রয়েছেন সাইমন।
কিন্তু ছবি শুরুর আগেই বিচ্ছেদ ঘটে গেল তাদের। সাইমনের সঙ্গে আর কাজ করা হচ্ছে না পরীর। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে পরী বলেন, আপাতত কিছুটা পিছুটান দিয়েছি। কারণ এফআই মানিকের ছবির জন্য শুটিং সময় মেলাতে পারছি না। অপূর্ব রানার ছবিতে স্ক্রীপ্ট পড়ে দেখেছি যে, সেখানে মোটরসাইকেল চালাতে হবে। যেটা এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না। অন্যদিকে শাহীন সুমনের ছবির ৯০ ভাগ শুটিং হবে দেশের বাইরে। অর্থাৎ দীর্ঘ সময় আমাকে বিদেশে থাকতে হবে। এ বিষয়টি আমার পরিবার মেনে নিতে পারছে না। ইচ্ছে থাকা সত্ত্বেও এ ধরনের পরিচালকদের সঙ্গে কাজ করতে পারছি না। অর্থাৎ সাইমনের বিপরীতে আপাতত কোন কাজ-ই করা হচ্ছে না।
চুক্তি হওয়ার পরও এ ধরনের পিছুটান দেওয়ায় পরিচালকদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটবে কিনা জানতে চাইলে পরী বলেন, না। এ ধরনের কোন শঙ্কা নেই। প্রত্যেকের সঙ্গে এ বিষয়ে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি। তাদেরকে আমার অবস্থা বোঝানোর চেষ্টা করেছি। তারাও এতে সায় দিয়েছেন। তাছাড়া ছবির প্রাথমিক অবস্থা থেকেই এ সিদ্ধান্ত নেওয়ায় তাদের কোন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। বলতে গেলে তাদের নয় আমারই কিছুটা ক্ষতি হয়ে গেল। সবার ইচ্ছা থাকে এ রকম পরিচালকদের সঙ্গে কাজ করার।
বর্তমানে আর কোন কোন ছবিতে কাজ করছেন জানতে চাইলে পরী বলেন, মুক্তির অপেক্ষায় রয়েছে রানা প্লাজার রেশমা ও ভালোবাসা সীমাহীন। এখন শুটিং করছি ইনোসেন্ট লাভ এবং আমার মন জুড়ে তুই নামের দুটি চলচ্চিত্রে। সম্প্রতি কাপ্তাই ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি ইনোসেন্ট লাভের। এছাড়া প্রায় ১০টি ছবির প্রস্তাব রয়েছে আমার হাতে। কিন্তু প্রস্তাব পাওয়া মাত্রই কাউকে সম্মতি দিচ্ছি না। চেষ্টা করছি ছবির কাহিনী ও চিত্রনাট্য বুঝে সম্মতি দিতে। কারণ আমার স্বপ্ন তো চলচ্চিত্রকে ঘিরেই। অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে চাই। এক কথায় বলতে পারেন এ অঙ্গনেই বিচরণ করতে চাই। আর এ নিয়েই স্বপ্ন বুনছি।