নতুন মুখ উপহার দেওয়ার ক্ষেত্রে মাসুদ পারভেজের (সোহেল রানা) প্রযোজনা সংস্থা বরাবরই চমক সৃষ্টি করে দেশীয় চলচ্চিত্রে একটা সম্মানজনক অবস্থান তৈরি করে নিয়েছে। নায়ক-নায়িকা, ভিলেন, পরিচালক, গায়ক-গায়িকা, সঙ্গীত পরিচালক, চিত্রগ্রাহক, চিত্র সম্পাদক- সব ক্ষেত্রেই পারভেজ ফিল্মস এমন কিছু মুখ উপহার দিয়েছে যারা আজও সম্মানের সঙ্গে কাজ করে আবিষ্কারকের মুখ উজ্জ্বল রেখেছে।
এরই ধারাবাহিকতায় মাসুদ পারভেজ এবং তার পারভেজ ফিল্মস তাদের ৩৫তম প্রযোজনার ছবি 'অদৃশ্য শত্রু'কে এবার চমক হিসেবে উপহার দিচ্ছেন চারজনকে। দু'জন পরিচালক, দু'জন নায়ক-নায়িকা। পরিচালকদের মধ্যে একজন হচ্ছেন ছোট ভাই কামাল পারভেজের ছেলে আকিব পারভেজ এবং অন্যজন নিজের ছেলে মাশরুর পারভেজ।
আর নায়ক-নায়িকা হিসেবে উপহার দিলেন ড্যাশিং হিরো সোহেল রানার ছেলে ইয়ুল রাইয়ান এবং তার সঙ্গে নতুন নায়িকা প্রিয়া আমানকে।
গত বুধবার স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এই নতুন মুখদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেন মাসুদ।
অনুষ্ঠানে 'অদৃশ্য শত্রু' ছবির অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সঙ্গীতজ্ঞ আজাদ রহমান। পারভেজ ফিল্মসের ৩৫ নম্বর প্রযোজনা আকিব পারভেজ ও মাশরুর পারভেজ পরিচালিত 'অদৃশ্য শত্রু' ছবিতে আরও অভিনয় করেছেন, সোহেল রানা, সুচরিতা, জাভেদ, আহমেদ শরীফ, ডন, জায়েদ খানসহ অনেকেই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নায়ক ইয়ুল রাইয়ানের মা ডা. জিনাত পারভেজ, চাচা জনপ্রিয় চিত্রনায়ক রুবেল, চিত্রগ্রাহক হাসান আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ছবিতে প্রিয়া আমানের বিপরীতে জায়েদ খান ও নবাগত ইয়ুল রাইয়ানকে দেখা যাবে। ছবিটি নিয়ে প্রিয়া আমান বলেন, 'এ ছবিতে আমি পুলিশ অফিসারের একমাত্র মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আর আমি একটু ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। নিজের শত্রু বা বন্ধু কে তা বুঝতে পারি না। তাই আমাকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটতে থাকে। এটি আমার অভিনীত প্রথম ছবি। আশা করছি, দর্শক পছন্দ করবেন।’
জানা যায়, ছবিটি এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।