'রাগিনি এমএমএস টু' ছবির 'বেবি ডল' আইটেম গানের গায়িকা কণিকা কাপুর এবার গান গাইবেন বলিউড অভিনেতা শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে। আর তার গাওয়া গানটিতে নাচবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পরিচালক ফারাহ খান এবং কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শাহরুখ খান কণিকার 'বেবি ডল'-এর জনপ্রিয়তা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই ছবির শুরুতেই গানটি গাওয়ার জন্য তারা বেছে নিয়েছেন কণিকাকে। গানটির সঙ্গে নাচবেন কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী দীপিকা। আর গানটির শুটিং হবে ডিঙি বারে। 'বেবি ডল' গানে কণিকার সঙ্গে ছিলেন মিত ব্রাদার্স। কিন্তু এবার তিনি গাইবেন ডা. জিউসের সঙ্গে। 'রাগিনি এমএমএস টু' সিনেমায় সানি লিওন একজন বার ড্যান্সারের চরিত্রে অভিনয় করেছেন। আর এবার 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমায় দীপিকাকে দেখা যাবে বার ড্যান্সারের চরিত্রে। আর ওই বিষয়টিই তুলে ধরা হবে প্রারম্ভিক গানটিতে। কণিকার সঙ্গে নাচবেন শাহরুখ।