নীড় খোঁজে গাংচিল
এটিএন বাংলায় রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে মোহন খান এর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'নীড় খোঁজে গাংচিল'। এতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, মীর সাবি্বর, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম ও অন্যান্য। বিশাল দেহী ভদ্রলোক চৌধুরী সাহেব। প্রতিদিন নিয়ম করে সমূদ্র সৈকতে দুই বেলা জগিং করেন। তারপরে সৈকতে বসেন ভূড়িভোজের জন্য। তার সংগে থাকে সব সময় দুই ব্যাক্তিগত সহকারী নিশা ও পুলক। এরা দু'জন তাদের বসের বিচিত্র সব খেয়াল মেটাতে সব সময়ই ব্যস্ত থাকে।
চতুরঙ্গ
গ্রামীণ সমাজের নানা রকম মানুষের জীবন বৈচিত্র্যের চিত্র নিয়ে 'চতুরঙ্গ' নাটকের গল্প আবর্তিত হয়েছে। বংশের অহমিকা, বেকার সমস্যা, খেটে খাওয়া মানুষের জীবন, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না সব কিছুই ফুটে উঠেছে 'চতুরঙ্গ' ধারাবাহিক নাটকে। আনোয়ার হোসেন আনুর রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শশী, রুনা খান, ওয়াহিদা মলি্লক জলি, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ। একুশে টিভিতে রাত ০৯টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে।
শোধ
শাহদাৎ হোসেন সুজনের পরিচালনায় এবং সৌরভ এর রচনায় জিটিভিতে রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'শোধ'। এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন- আল মামুন, নিমা রহমান, মৌসুমী নাগ, শোয়েব, ফারজানা ছবি, আরমান পারভেজ মুরাদ, জয়শ্রীকর জয়া, ইউসুফ রাসেল সহ অনেকে। মূলত সমাজ ও পরিবারের নানা অসঙ্গতি ফুটে উঠেছে নাটকটিতে।