বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পীদের মধ্যে কিশোর ইতোমধ্যে পোক্ত আসন করে নিয়েছেন। আধুনিকসহ প্লেব্যাকে সুনাম কুড়িয়েছেন এই শিল্পী। গান নিয়ে এখন তার ব্যস্ত সময় কাটছে। তার এই ব্যস্ততা এখন দেশের গণ্ডি ছাড়িয়েছে। এবার কলকাতার ছবিতেও কণ্ঠ দিলেন তিনি। কলকাতার এসকে মুভিজের ব্যানারে অনন্য মামুনের নির্মাণাধীন 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবির জন্য একটি গান করেছেন তিনি। গানটির শিরোনাম 'পাগলামি তোর চোখে'। সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি। দ্বৈত এই গানে কিশোরের সহশিল্পী হিসেবে আছেন লেমিস। কাউকে দোলাবে। গানটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।