'কহো না পেয়ার হ্যায়' ছবি দিয়ে বলিউডে দুর্দান্ত অভিষেক হয়েছে আমিশা প্যাটেলের। জনপ্রিয়তার মাপকাঠিতে ভালো অবস্থানেই আছেন তিনি। তাই মাঝেমধ্যে ভক্তদের বিড়ম্বনার মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এক ভক্তের অশোভন আচরণ সহ্য করতে না পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই ওই ভক্তের গালে কষে চড় বসিয়ে খবরের শিরোনামে এসেছেন ৩৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। উত্তর প্রদেশে একটি গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন আমিশা। তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন অনেকে। একজন আমিশার সঙ্গে অশোভন আচরণ করলে কষে চড় বসিয়ে দেন তিনি ওই ভক্তের গালে।