হাওয়াই দ্বীপে বিয়ের আসর বসাবেন ব্রিটনি। প্রেমিক ডেভিড লুকাডোকেই বিয়ে করতে যাচ্ছেন ব্রিটনি। আর ওই বিয়ের অনুষ্ঠান তিনি সারতে চাচ্ছেন হাওয়াই দ্বীপপুঞ্জে। ব্রিটনির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করতেই ব্রিটনি তার দুই ছেলে সন্তানকে নিয়ে ডেভিডের সঙ্গে ওয়াহু দ্বীপে বেড়াতে গিয়েছিলেন।
সূত্র আরও জানিয়েছে, ব্রিটনি-ডেভিড ইতোমধ্যে হাওয়াইয়ের উলানি ডিজনি রিসোর্টে তাদের নিরাপত্তাকর্মীদের পাঠিয়েছেন বিয়ের অনুষ্ঠানের দিন যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনা মোকাবিলার প্রস্তুতি সম্পন্ন করতে। আগামী জুনে ওই বিয়ের দিন-ক্ষণ ঠিক হতে পারে বলে জানা গেছে।