পরিচালক রাজ ও কৃষ্ণা ডিকে আপাতত ব্যস্ত তাঁদের রোম্যান্টিক কমেডি ছবির শ্যুটিংয়ে। এই ছবিতে অভিনয় করছেন সাইফ আলি খান, ইলিয়ানা ডি ক্রুজ, কল্কি কোয়েচলিন ও গোবিন্দা। তবে এই ছবির শ্যুটিংয়ের মাঝখানেই এই পরিচালকদ্বয় শুরু করে ফেলেছেন আরেকটি ছবির শ্যুটিংয়ের প্রাথমিক কাজ। আর এই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে শাহেদ কাপুরকে।
জানা গেছে, শাহেদের এই নতুন ছবির গল্পের সঙ্গে মিল রয়েছে হলিউডের অস্কারজয়ী 'উলফ অফ ওয়ার্ল্ড স্ট্রিট' ছবির। তবে পরিচালকদ্বয় জানিয়েছেন, 'গল্পে নয়, বলা ভাল থিমে কিছুটা মিল রয়েছে। তবে শাহেদকে নিয়ে তৈরি হওয়া এই ছবি একেবারেই আলাদা।' তারা বলেন, এই ছবির গল্প তাঁদের বহুদিন আগে থেকেই লেখা। তাই 'উলফ অফ ওয়ার্ল্ড স্ট্রিট' নিয়ে অযথা গুজব ও বিতর্কেও পড়তে চান না রাজ ও কৃষ্ণা ডিকে।