নিন্দুকেরা যে যাই বলুক না কেন ক্যাট-রণবীরের প্রেমের তরী কিন্তু ডুবি ডুবি করে ঠিকই ভেসে উঠছে। বরং যতই পুরনো হচ্ছে, ততই বাড়ছে প্রেমের ঝাঁঝ৷ তাই তো ক্যাটরিনার চটজলদি সিদ্ধান্ত, কান চল্লচিত্র উৎসবে তিনি যাচ্ছেন না! আর রনবীরের জন্যই এমন এক কঠিন সিদ্ধান্ত অতি সহজেই নিয়ে ফেললেন বলিউড সেনসেশন।
বিষয়টা হল, এবারের কান চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় এখ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাওয়ার কথা ছিল ক্যাটরিনার৷ কিন্তু রণবীরের কথা ভেবেই সে যাত্রা বাতিল করল ক্যাট৷ জানা গেছে, সবই ‘জগ্গা জাসুস’ ছবির জন্য৷
অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ ছবিটিতে রণবীর ও ক্যাট জুটি বেঁধে অভিনয় করছেন৷ তার উপর ছবির প্রযোজনার দায়িত্বও রণবীরের ওপর৷ ইতোমধ্যে ক্যাটরিনা শেষ করে ফেলেছেন ‘ব্যাং ব্যাং’ ছবির শ্যুটিং৷ ক্যাটরিনা নাকি মনে করছেন, এই সময়টা কান চলচ্চিত্র উৎসবে না গিয়ে, সময়টা জগ্গা জাসুসে কাজে লাগালে প্রযোজকের ক্ষতি কম হবে৷ আর রণবীরের সঙ্গেও বেশি সময় কাটানো যাবে বলে মন করেছেন ক্যাট৷ অন্যদিকে ক্যাটের এই সিদ্ধান্তে বেশ খুশি ‘জগ্গা জাসুস’-এর প্রযোজক প্রেমিক রণবীর৷