জেল-হাজতের সঙ্গে শখ্যতা সঞ্জয়কে সিনেমা থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে। তাতে কী? বাবার সেই জায়গা পূরণ করতে হোম প্রোডাকশেনর ছবিতে অভিনয়ের দায়িত্ব নিয়ে ফেললেন ছোট্ট শাহরান৷ পরিচালক সেজল শাহ'র ছবি ‘হশমুখ পিঘল গয়া’র একটি গানেই প্রথমবার সিনেপর্দায় আসতে চলেছে সঞ্জয় দত্তের চার বছরের পুত্র শাহরান৷
জানা গেছে, জনপ্রিয় ‘কিসিকি মুসকুরাহাটো পে হো নিসার’ গানের সঙ্গে নাচতে দেখা যাবে সঞ্জয়ের ছেলেকে৷ নৃত্য পরিচালক অহমদ খানের কথায়, ‘গানটির জন্য অনেকদিন ধরেই বাচ্চা খোঁজা হচ্ছিল৷ শেষে মান্যতাকে বলতেই সে রাজি হয়ে গেল৷ শাহরান খুব মিষ্টি বাচ্চা৷ এই খবর শুনে সঞ্জয়ও বেশ খুশি৷’
‘হশমুখ পিঘল গয়া’ ছবিটি তৈরি হতে চলেছে দিন দিন পরিবর্তন হওয়া মুম্বাইকে ঘিরে। ছবিতে শুধু সঞ্জয়ের ছেলে শাহরান নয়, আত্মপ্রকাশ ঘটবে ওপি রালহানের নাতি অরমানেরও৷ তাছাড়াও ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও অমিতাভ বচ্চনকে৷