কিছুদিন আগে মুক্তি পেল 'জোনাকির আলো'। গতকাল মুক্তি পেল 'মায়ের মমতা'।
পরপর দুটি ছবি মুক্তি পাওয়া নিঃসন্দেহে একটি বড় ঘটনা। তবে আমি বলতে চাই, দুটি ছবির স্বাদ দুই রকমের। দর্শকও আলাদা শ্রেণীর। 'জোনাকির আলো' ছবিটি একটি আর্ট ফিল্ম টাইপের। আর 'মায়ের মমতা' একেবারে কমার্শিয়াল ছবি। সাধারণ দর্শকের জন্য এটি নির্মাণ করা হয়েছে। অ্যাকশন স্বাদের এই ছবিটি নিয়ে আমি আশাবাদী। আমার ধারণা, দর্শক উপভোগ করবে ছবিটি।
ছবি তো ছবিই। আর্ট আর কমার্শিয়াল কী?
হ্যাঁ, তাই। কিন্তু আমাদের দেশের চলচ্চিত্রকর্মীরা এই তকমাতেই কথা বলেন। সব ছবিই দর্শকের জন্য। বলতে পারেন, একেক ছবি একেক টাইপের দর্শককে টার্গেট করে নির্মাণ করা হয়। তাই সবই কমার্শিয়াল ছবি।
'মায়ের মমতা'র কথা বলুন।
এ ছবিতে আমি একজন প্রতিবাদী যুবকের চরিত্রে অভিনয় করেছি। মোস্তাফিজুর রহমান বাবু এটি নির্মাণ করেছেন। আমার বিপরীতে আছেন নিপুণ। বেশ অ্যাকশন ও রোমান্টিক গল্পের ছবি এটি। বাবু ভাই ভালো নির্মাণ করেছেন। আমরাও প্রচুর পরিশ্রম করেছি। আশা করি পরিশ্রমের মূল্য পাব।
পরিশ্রমের মূল্য পারিশ্রমিক তো পেয়েছেনই। এখন দর্শকের কাছ থেকে কতটুকু হাততালি পাচ্ছেন?
মাত্র তো প্রেক্ষাগৃহে গেল। যতটুকু শুনেছি দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন ছবিটি। তারা এনজয় করছেন বলেও খবর পেয়েছি। দুই-তিন দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট আশা করছি।
দীর্ঘদিন ধরে আপনি চলচ্চিত্রে স্থায়ী হওয়ার জন্য লড়াই করছেন। কী মনে হচ্ছে, কতটা পথ এগোলেন?
এখনো চেষ্টা করে যাচ্ছি। পরিশ্রম করে যাচ্ছি ভালো কাজ করার জন্য। আসলে আমাদের চলচ্চিত্রের মার্কেট একেবারেই পড়ে গিয়েছিল। এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। দর্শক আবার হলে আসতে শুরু করেছেন। আর এ জন্য ভিন্নস্বাদের গল্পের ছবির ভূমিকা অনেক। আমিও ভিন্নস্বাদের ছবিতে কাজ করে যাচ্ছি।
আপনি আর নিরব বন্ধু। দুজন একসঙ্গেই চেষ্টা করছেন। দর্শক-নির্মাতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
আমরা আমাদের মতো চেষ্টা করছি। অনেক নির্মাতাই আমাদের নিয়ে কাজ করছেন। আর দর্শকের কথা বললে বলব, আমরা দর্শকের কাছে পরিচিত বলেই কিন্তু নির্মাতারা আমাদের নিচ্ছেন। বিজ্ঞাপন দিয়ে আমরা দর্শকের কাছাকাছি পেঁৗছে গেছি। সেখান থেকে চলচ্চিত্রে।
নতুন কী ছবি আসছে?
বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে। এগুলোর মধ্যে পরবাসিনী, পুত্র এখন পয়সাওয়ালা, স্বপ্ন যে তুই, কখনো ভুলে যেয়ো না, ভুল যদি হয়, এমনও তো প্রেম হয় উল্লেখযোগ্য। আর অন্তরঙ্গ, জানে না এই মন, পদ্মপাতার জলসহ অনেক ছবির শুটিং চলছে। - শোবিজ প্রতিবেদক