রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রাঙ্গদা' হলেন বিদ্যা সিনহা মিম। বিশ্বকবির গল্প অবলম্বনে আধুনিক ঢঙে নির্মিত নাটক 'আমি চিত্রাঙ্গদা'তে চিত্রাঙ্গদা চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাতিয়া বানু শুকুর নাট্যরূপে এটি নির্মাণ করেছেন রুমানা রুনী। নাটকটি নিয়ে আশাবাদী মিম। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। যাওয়ার আগে শেষ করে গেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র 'তারকাঁটা'র কাজ। এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। মিম এ চলচ্চিত্রকে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করছেন।