বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের শিক্ষকতা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছোটপর্দার অভিনেত্রী অপি করিম। শত ব্যস্ততার মধ্যেও বিশেষ দিবসের নাটক ও টেলিছবিতে তাকে পাওয়া যায়। আসছে রোজার ঈদে তিন থেকে চারটি নাটকে অভিনয়ের কথা রয়েছে। এগুলোর মধ্যে দুটি নাটকে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। একটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু, অন্যটি গৌতম কৈরী। এ দুটি নাটকে তার বিপরীতে অভিনয় করবেন পার্থ বড়ুয়া। অপি আর পার্থ সর্বশেষ অভিনয় করেছিলেন মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় 'ছায়া চোখে জলছাপ' নাটকে। এটি এনটিভিতে প্রচার হয়েছিল। অপি বললেন, অভিনয়ের চেয়ে এখন শিক্ষকতাটা বেশি ভালো লাগে, যে কারণে অভিনয়ে আর নিয়মিত হতে চাই না। ঈদের নাটকের কাজ করছি, কথা দিয়েছিলাম বলে।