আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এঙ্পেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে সময় নাট্যদলের জনপ্রিয় নাটক 'শেষ সংলাপ'। 'সময়' এর ২৯তম এই প্রযোজনাটির ৫৯তম প্রদর্শনী হবে কাল। মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের 'সুলতানুজ জান্নাম' অবলম্বনে 'শেষ সংলাপ' নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
'নীল পায়রার গান'
আজ একুশে টেলিভিশনে বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের বিশেষ অনুষ্ঠান 'নীল পায়রার গান'। ফাতেমা তুজ জোহরার উপস্থাপনায় গানের এই বৈঠকী আসরে আজ সংগীত পরিবেশন করবেন ইউসুফ আহমেদ খান ও উম্মে জহুরা হক। অনুষ্ঠানটি সম্পর্কে ফাতেমা তুজ জোহরা জানান, 'নজরুলের বিশাল সংগীত ভাণ্ডার থেকে এ প্রজন্মের শিল্পীদের নিয়ে আয়োজন।