বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্ব আসর শুরু হচ্ছে ১২ জুন। বরাবরই ফুটবলে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ব্রাজিলের পক্ষে। তিনি চান এবারের বিশ্বকাপ ট্রফি থাকুক তার দলের হাতে। এই শিল্পী ব্রাজিলের সমর্থক সেই ১৯৭৮ সালের বিশ্বকাপ থেকেই। এখনো তিনি মনেপ্রাণে চান সোনালি ট্রফি ষষ্ঠবারের মতো ব্রাজিলের ঘরে জায়গা পাক। এন্ড্রু কিশোর বলেন, ছোটবেলা থেকেই আমি ফুটবলের ভক্ত। পাড়ার মাঠে খেলেছিও অনেকবার। সমর্থক হিসেবে অবশ্যই চাইব, ট্রফি ব্রাজিলে হাতে উঠুক।'
আসলে বিশ্বকাপ মানে অনেক স্মৃতি। ছোটবেলা এবং কিশোরবেলার স্মৃতি এসে ভিড় করছে এন্ড্রু কিশোরের মনে।