হৃত্বিক রোশন তার দুই ছেলে রেহান ও রিদানকে সঙ্গে নিয়ে ডিজনিল্যান্ডে দেদার মস্তি করলেন। মজাদার এই সফরের ছবি ট্যুইটারে পোস্টও করেছেন এই অভিনেতা। তিনজনেই প্রায় একই রকমের টিশার্ট ও জিন্স পরেছিলেন। আর বেসবল টুপি ছিল তিনজনেরই মাথায়।হৃত্বিক ছবির সঙ্গে ট্যুইটে লিখেছেন, 'অচেনা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ থামা উচিত ও ছবি তোলা উচিত।'
বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু দিন ধরেই অস্বস্তিতে ছিলেন হৃত্বিক। তাই ছবির শ্যুটিংয়ের ফাঁকে একঘেয়ে জীবনে নতুন ছোঁয়া আনতেই দুই ছেলে নিয়ে বেড়িয়ে পরেন ঘুরতে।