দু'বছর আগে বাবা হয়েছেন। এবার দাদা হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সোমবার একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আমিরের ভাগ্নে বলিউড অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা। তাঁদের প্রথম সন্তান।
কয়েকমাস আগে একটি সংবাদ সংস্থাকে ইমরান জানান, 'একটা অদ্ভুত নেশা পেয়ে বসেছে আমাকে। আমি সারাদিন অনলাইনে বেবি কার সিট থেকে শুরু করে সব বাচ্চাদের জিনিস দেখে যাচ্ছি আর কিনে যাচ্ছি। এইভাবেই দিনগুলো কাটছে। আগে কোনোদিন এভাবে ভাবতামই না। এই অনুভূতি ব্যক্ত করার নয়।'
নতুন অতিথির আসছে বাড়িতে। তাই করিনা কপুরের সঙ্গে গোরি তেরে পেয়ার মে-র মুক্তির পর থেকেই ছুটিতে ছিলেন ইমরান। মজা করে এই ছুটিকে হনিমুনের সঙ্গে তুলনা করে নাম দিয়েছেন বেবিমুন।