বছরজুড়ে হাতে কোনো কাজ না থাকলেও খ্যাতিতে একটুও ঘাটতি পড়ে না মালাইকা অরোরা খানের। বলিউডের বেশ কয়েকটি মুভির আইটেম গানে নেচে আলাদা ভাবমূর্তি তৈরি হয়েছে তার। মালাইকার আইটেম গানে ঝড় ওঠে দর্শক হৃদয়ে।
‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম হুই’, ‘আনারকলি ডিস্কো চালি’, ‘পাণ্ডেজী সিটি’র মতো আইটেম গানগুলোতে তার কোমর দোলানো নাচে কুপোকাত হয়েছেন সববয়সী দর্শক।
অন্য কিছু না হোক আইটেম গানে হলেও বেঁচে অাছেন তিনি। তাই ফের আরেকটি একটি আইটেম গানে নাচতে যাচ্ছেন মালাইকা। এটি থাকছে ‘ডলি কি ডোলি’ মুভিতে। প্রযোজক মালাইকার স্বামী আরবাজ খান। গানটির শিরোনাম, ‘ফ্যাশন খতম, খতম মুঝ পার...!’ গানটি মাস্তিতে ভরপুর বলে আরবাজ জানিয়েছেন।
অভিষেক দোগরা পরিচালিত ‘ডলি কি ডোলি’ মুভিতে অভিনয় করছেন সোনম কাপুর ও পুলকিত সম্রাট।