বরাবরের মতো বিশ্বকাপ জ্বর এবারও শোবিজ তারকাদের ঘরে ঠাঁই করে নিয়েছে। তাই তারকারা তাদের কাজের শিডিউল আগেভাগেই প্রিয় দলের খেলার সঙ্গে মিলিয়ে সাজিয়ে নিয়েছেন। প্রিয় দলের খেলা চলাকালে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। তারকাদের কথায় ১২ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত নিজেদের সাজানো শিডিউল মতোই নির্মাতাকে সময় দেবেন তারা। নির্মাতারাও এ দাবি মেনে নিয়েছেন। কারণ, তারাও খেলা দেখবেন। তাই প্রিয় দলের খেলা দেখার আকাশছোঁয়া আগ্রহের কথা তারাও বোঝেন। এইতো গেল নিজের দলের খেলাকে ঘিরে কাজের ছক সাজানোর কথা। এবার দেখা যাক কার ফেবারিট দল কোনটি এবং প্রিয় দলকে ঘিরে আত্দতৃপ্তির কথা।
বিশ্বকাপের আসরে মোট ৩২টি দল অংশ নিলেও অন্য সবার মতো তারকাদেরও বেশির ভাগ পছন্দ মাত্র দুটি দল। আর সহজে অনুমান করার মতো দল দুটি হচ্ছে নিঃসন্দেহে আর্জেন্টিনা ও ব্রাজিল। আমরা ১০ তারকার কাছে জানতে চেয়েছিলাম তাদের পছন্দের দলের কথা। অবাক করার মতো বিষয় হলো এই পছন্দের তালিকা দুই ভাগ হয়ে গেছে। মানে ফিফটি-ফিফটি। অর্থাৎ ৫ জন বলেছেন তারা আর্জেন্টিনার সাপোর্টার বাকি ৫ জন অবশ্যই ব্রাজিল দলের।
প্রথমেই আর্জেন্টিনা ভক্ত তারকাদের তালিকায় আসা যাক। এই তালিকায় আছেন ফেরদৌস, পূর্ণিমা, জেমস, অপূর্ব আর তিশা। তাদের কথায় দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিঃসন্দেহে এবার আবার জ্বলে উঠবে। মেসির প্রজাপতি পায়ের চমকতো আছেই সঙ্গে ইগুয়ে, আগুয়েরোসহ অন্যদের দুরন্ত দাপটে ভর করে বিজয়ের কাপ ঘরে তুলে আনবে ফেবারিট আর্জেন্টিনা। এ ঘরানার তারকারা বলেন, ফুটবলের ছন্দের জাদুকর দিয়েগো ম্যারাডোনা তার উত্তরসূরিদের শিখিয়ে দিয়েছেন কীভাবে দুরন্ত হয়ে উড়ন্ত বলের পেছনে ছুটে প্রতিপক্ষের নজর এড়িয়ে তাদের জালে বল নিয়ে ঢুকে পড়তে হয়। আর মেসিরা গুরুর দীক্ষাকে হৃদয়ে গেঁথে শিকারি চোখ পাতবেন বিশ্বকাপ খেলার মাঠে। ফলাফল দাঁড়াবে, নিশ্চিতভাবে কাপ নিজেদের ঘরে। তারকারা মোটামুটি এভাবেই নিজের দল আর্জেন্টিনার বিজয় সুনিশ্চিত করে ফেলেছেন। এখন শুধু হিসাব-নিকাশের অঙ্ক মিলে যাওয়ার পালা এবং অপেক্ষা।
অন্যদিকে পেলের দলের তারকারাও কিন্তু বসে নেই। ব্রাজিল ভক্তের এই তালিকায় রয়েছেন-শাকিব খান, শাবনূর, আইয়ুব বাচ্চু, তারিন ও আসিফ। পেলের শেখানো জাদুতে ব্রাজিল এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ নিজের ঘরে তুলবে এই স্বপ্নে তারা বিভোর। তাদের কথায় এই স্বপ্ন আসলে স্বপ্ন নয়, সত্যি। কারণ, নেইমার দক্ষ দল গুরু পেলের কাছ থেকে বরাবরই তালিম নিয়ে আসছে কীভাবে ছন্দময় গতিতে মাঠ মাতাতে হয়। কেমন করে নিজের শ্রেষ্ঠত্ব জিইয়ে রেখে মাঠে বিরত্বের জয়গান গাইতে হয়। এ ঘরানার তারকারা বলছেন, ব্রাজিল মানেই ঘুম হারাম করা হাজার রাত্রি। দুনিয়াজুড়ে অপ্রতিরোধ্য ক্রেজ। এই ক্রেজ এবার তারা হাজারগুণ বাড়িয়ে দেবে বিশ্বকাপের তারকাখচিত শ্রেষ্ঠত্বের ময়দানে।
আজ ব্রাজিলের মাটিতেই পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবল-২০১৪ এর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ফুটবলের শীর্ষ তারকারা। কাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের সাও পাওলো স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের প্রথম খেলায় মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনাল শুরু ৪ জুলাই থেকে। চলবে ৬ জুলাই পর্যন্ত। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই এবং সর্বশেষ প্রতীক্ষিত স্বপ্নের মাহেন্দ্রক্ষণ ১৪ জুলাই। এদিন বিজয়ের হাসি হাসবে তারকা, আমরা এবং বিশ্ববাসী।