মিস্টার পারফেকশনিস্ট আমির খান কি বুড়িয়ে যাচ্ছেন! হয়তো। আর তাই তাকে 'দাদু' সম্বোধন শুনতে হবে। সে জন্য আমির তৈরিও আছেন। সোমবার কন্যাসন্তানের মুখ দেখেন আমিরের ভাগ্নে বলিউড অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা। আর এভাবেই 'দাদু' হলেন তিনি। ৩১ বছর বয়সেই একটি ফুটফুটে কন্যাসন্তানের বাবা হলেন ইমরান। তিনি জানান, বাচ্চার জিনিস কেনার নেশায় পেয়েছে তাকে। নতুন অতিথি আসছে বাড়িতে। তাই কারিনা কাপুরের সঙ্গে 'গোরি তেরে পেয়ার মে'র মুক্তির পর থেকেই ছুটিতে ছিলেন ইমরান। এই ছুটিকে হানিমুনের সঙ্গে তুলনা করে নাম দিয়েছেন বেবিমুন। ২০১১ সালে বিয়ে করেন ইমরান-অবন্তিকা।