ঢাকার একটি ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে আসছেন বলিউড অভিনেত্রী সোহা আলী খান। ১৯ জুন ঢাকায় আসবেন তিনি। ওইদিন সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসনে আয়োজিত ফ্যাশন শোতে বাহারি পোশাক পরে হাঁটতে দেখা যাবে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে। এ তথ্য জানিয়েছেন ফ্যাশন শোর আয়োজক প্রতিষ্ঠান ইনফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট। ফ্যাশন ডিজাইনারদের নিয়ে আয়োজিত এ ফ্যাশন শোতে অংশ নিতে সোহার সঙ্গে আসবেন ভারতের ১০ মডেল। তাদের পাশাপাশি বাংলাদেশের পাঁচজন মডেলও অনুষ্ঠানে ক্যাটওয়াক করবেন। সাধারণ দর্শক দুই হাজার টাকার টিকিট কেটে শোটি উপভোগ করতে পারবেন।