'নিজের দুঃখ-কষ্টের কথা ভুলে অন্যের দুঃখে এগিয়ে এলেই প্রকৃত সুখ মেলে।' এ কথা বলেছেন হলিউড তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি যুক্তরাজ্যের সাইকোলজিস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, যুদ্ধপীড়িত মানুষকে সাহায্য করতে পারলেই সবচেয়ে বেশি সুখী হন তিনি। সাইকোলজিস ম্যাগাজিনকে জোলি বলেন, জাতিসংঘের কাজে বিভিন্ন এলাকা ঘুরেছেন তিনি। দুঃখপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারলেই নিজের সব দুঃখ, সমস্যা ভুলে থাকতে পারেন তিনি। নিজের যা কিছু তা নিয়ে খুশি থাকতে পারেন তিনি। তিনি বলেন, 'একটা সময় ছিল যখন নিজের সমস্যা নিয়ে বেশি ভাবতাম আমি। এখন আর তা করি না। '