'হে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক, তোমরা একে অপরকে পচাইও না। যদিওবা পচাও, খেয়াল রাখিও_ গন্ধ যেন বের না হয়ে পড়ে। তোমাদের তরে এই বৃহত্তর ঐক্যের ডাক পাঠালাম'_ এটা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক স্ট্যাটাস। গতকাল তিনি বিশ্বকাপ উপলক্ষে স্ট্যাটাসটি দিয়েছিলেন। স্ত্রী তিশার সঙ্গে ছবিও পোস্ট করেন। বিশ্বকাপের উত্তাপ তারকাদেরও জীবনও ছুঁয়ে গেছে। সাধারণ মানুষের মতো তারাও প্রিয় দলের জয়ের ব্যাপারে আশাবাদী। মজার ব্যাপার হচ্ছে, ফারুকী-তিশা দুজনেই ব্রাজিলের সমর্থক। কিন্তু ভক্তদের চুলোচুলি ও বাকবিতণ্ডা থেকে দূরে রাখতে একজন ব্রাজিল আরেকজন আর্জেন্টিনার জার্সি পরে ছবি তুলেছেন। আর ছড়িয়ে দিয়েছেন ঐক্যের ডাক। দ্বন্দ্বে না জড়িয়ে ফুটবলের সৌন্দর্য উপভোগ করার পরামর্শ দিয়েছেন তারা।