আদালত পাড়া গড়িয়ে এবার সংবাদ সম্মেলনে এন্ট্রি নিতে যাচ্ছে রুমি-অনন্যার দাম্পত্য কলহের ফাইল। জানা গেছে, হালের অন্যতম আলোচিত ও বিতর্কিত সঙ্গীত শিল্পী আরফিন রুমির কিছু বক্তব্য ও অপপ্রচার খণ্ডাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে অনন্যা।
এ প্রসঙ্গে জানতে চাইলে রুমির প্রথম স্ত্রী অনন্যা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, " আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেখানে তুলে ধরবো রুমির সঙ্গে আমার কলহের কিছু অজানা বিষয়। কারণ বাইরে থেকে অনেকেই না জেনে কমেন্ট করেন। আমি চাচ্ছি পানি যেহেতু এতোদূর গড়িয়েছে তাহলে আরেকটু গড়াক।"
হঠাৎ করে এ সংবাদ সম্মেলনের কাল কি জানতে চাইলে অনন্যা বলেন, " বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আমি ও আমার মায়ের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক কথাবার্তা ও অপপ্রচার চালাচ্ছে রুমি। বিভিন্ন মিডিয়ায় বলে বেড়াচ্ছে, সে নাকি আমাকে গ্রহণ করতে এবং স্ত্রীর প্রকৃত মর্যাদা দিতে প্রস্তুত। যা পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন। আমি নাকি সন্তান আরিয়ানকেও তার সঙ্গে দেখা করতে দেইনা। অথচ আরিয়ানের জ্বরের সময় একবারের জন্যও খোঁজখবর নেয়নি রুমি। এসব অপপ্রচার ঠেকাতেই এ সংবাদ সম্মেলন।"
উল্লেখ্য, রুমির বিরুদ্ধে অনন্যার দায়ের করা দুইটি মামলা চলছে আদালতে।