এবারের বিশ্বকাপে ব্রাজিলই জিতবে। ওদের টিমটা এবার ব্যালেন্স। এ ছাড়া প্রস্তুতি ম্যাচগুলোতেও সেই ঝলকানি দেখা গেছে। ১৯৯৭ সালে আমি বলেছিলাম জিদানের দেশ জিতবে। হয়েছিলও তাই। এমনকি গতবার বলেছিলাম স্পেন। সেবারও মিলে গেছে। এবার বলছি পেলের দেশ বিশ্বকাপ জিতবে। কথাগুলো বলছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা এবং সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী।
ছোট বেলা থেকেই ফুটবলের ভক্ত তিনি। নিজেকে মোহন বাগানের সাপোর্টার দাবি করে মিঠুন বলেন, কলকাতায় থাকতে বরাবরই চেষ্টা করেছি ভালো ম্যাচ দেখতে। নিজের শ্যুটিং ও ব্যবসার ফাঁকে ফাঁকে খোঁজখবর রেখেছি ফুটবলের। আপনি তো বরাবরই ব্রাজিলের ভক্ত, এ কথায় মিঠুন বলেন, যখন থেকে ফুটবল বুঝি তখন থেকেই এ দেশকে সাপোর্ট করে গেছি। চেষ্টা করব একটি ম্যাচ হলেও এবার ব্রাজিল গিয়ে দেখব। শীঘ্রই এক কাজে জর্জিয়া যাওয়ার কথা রয়েছে। কাজটি শেষ হলেই ব্রাজিলের পথে পা বাড়াতে পারি।
গত বুধবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এই অভিনেতা। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। কেমন লাগছে জানতে চাইলে মিঠুন বলেন, যে দিন শপথ নিলাম মনে পড়ে গেল ক্যামেরার সামনে প্রথম শর্ট দেওয়ার স্মৃতিটা। সেই সময় যেই নার্ভাসনেস কাজ করেছিল সেটাই যেন আবার টের পেলাম।