বিদ্যার নজরদারি থেকে বলিউডের তারকাদের সাবধান হতেই হচ্ছে! 'ববি জাসুস' ছবির গোয়েন্দা চরিত্রে অভিনয় করে বিদ্যা যে গোয়েন্দাগিরি শিখেছেন তা এবার বাস্তবে কাজে লাগাতে যাচ্ছেন। বলিউড তারকাদের ওপর গোয়েন্দাগিরির ব্লগ চালু করতে যাচ্ছেন 'ডার্টি পিকচার'খ্যাত বিদ্যা বালান। সহকর্মীদের যে তথ্য পাবেন তা ব্লগের মাধ্যমে ফাঁস করার পরিকল্পনা করেছেন তিনি। তার ব্লগের নাম হবে 'ববি কো সব মালুম হ্যায়'। ব্লগে 'ববি'র লেখার পাশাপাশি বলিউডের খবর ও গুজবও থাকবে। 'ববি জাসুস' ছবিটির প্রচারের জন্যই এই ব্লগ চালু করছেন তিনি। ৪ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে। ছবিতে বিদ্যাকে বিভিন্ন ছদ্মবেশে দেখা যাবে।