অনেক দিন থেকেই হাঁটুর বয়সী প্রেমিক নৃত্যশিল্পী ক্যাস্পার স্মার্টের সঙ্গে মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজের সম্পর্কের টানাপড়েনের গুঞ্জন চলছিল। চলতি মাসের শুরুর দিকে এই জুটির বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। কিন্তু খুব বেশি দিন সঙ্গীবিহীন থাকতে পারেন না লোপেজ। আর তাই ক্যাস্পারের সঙ্গে বিচ্ছেদের কয়েক দিনের মধ্যেই নতুন সঙ্গী খুঁজে নিয়েছেন লোপেজ। 'ড্যান্সিং উইথ দ্য স্টারস'খ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মাস্কিমের সঙ্গে প্রেম করছেন তিনি। গত বছরের নভেম্বরে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লোপেজ ও মাস্কিম মঞ্চ পরিবেশনায় অংশ নেন। তখনই তাদের ভেতরের দারুণ রসায়ন প্রকাশ পায়।