আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। সেতু আরিফের রচনায় ও পরিচালনায় নাটকটির নাম 'ঘুমতত্ত্ব'। জীবনের প্রয়োজনে মানুষ দিন দিন নিজের জীবন থেকে একসময় হারিয়ে যায়। একপর্যায়ে যখন সেই মানুষটি তা বুঝতে পারে তখন সে নিজের জীবনে ফিরতে চায়, কিন্তু সে সময় আর থাকে না। এ বিষয়টিকে উপজীব্য করেই নির্মিত হয়েছে নাটক 'ঘুমতত্ত্ব'। নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও মৌটুসী বিশ্বাস। নাটকটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়া।