উদয় চোপড়া অভিনয় ছেড়ে এখন অন্য কিছু করতে চান। কারণ তিনি বুঝে গিয়েছিলেন অভিনয় তার কাজ নয়। না হলে ১৪ বছর ধরে প্রায় ডজন খানেক ছবি করার পরও এর ফলাফল শূন্য।
তাই যশরাজ ফিল্মসের অন্তরাষ্ট্রীয় শাখায় দিকে পা বাড়িয়ে নিজের বাক্স প্যাটরা গুছিয়ে বলিউড ও ভারতকে টাটা বাই বাই করে লস অ্যাঞ্জেলসে উড়ে গেছেন তিনি।
অভিনয় সম্পর্কে উদয় জানিয়েছেন, 'ওটা শেষ হয়ে গেছে। আমার মন এখন ওদিকে নেই। এছাড়াও এখন আমার কাছে অভিনয় করার সময়ও নেই।'