গোটা দুনিয়ার মতো বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় গা ভাসিয়েছেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও। ফুটবলপ্রেমী এই তারকা এবারের বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপভোগ করেছেন।
খেলা শেষ হতেই মোজমাস্তিতে সময় কাটাতে ব্রাজিলের পাচা নাইটক্লাব ভাড়া করে পার্টিতে মজে গিয়েছিলেন তিনি। এখানে ব্রাজিলের অর্ধশত সুন্দরী রমণীকে আমন্ত্রণ জানান তিনি। ৫০ সুন্দরীর মাঝে সারারাত আড্ডা আর খোশগল্পে মেতেছিলেন ডিক্যাপ্রিও। সঙ্গে ছিল হাজার বোতল শ্যাম্পেন। ব্রাজিলিয়ান সুন্দরীদের জন্য দুই হাত খুলে খরচ করেছেন তিনি। খানাপিনা শেষে ভোর ৪টায় বেশ কিছু মেয়েকে নিয়ে নদীতে ঘুরে বেড়িয়েছেন ডিক্যাপ্রিও।