অভিনেত্রী শাবনূরের জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকা ফেরার কথা ছিল।
কিন্তু তা আর হয়নি। তার বাবা শাহজাহান চৌধুরী জানান, একদিকে জুলাইয়ের শেষ সপ্তাহে ঈদ আর অন্যদিকে জুন মাস পর্যন্ত শাবনূরের সন্তান আইজান নেহানের ভ্যাকসিন কোর্স চলবে। তাই আগস্ট ছাড়া দেশে ফিরতে পারছে না শাবনূর। ভাই-বোনদের আবদার, একসঙ্গে মজা করে ঈদ পালন করতে হবে। অগত্যা ভাই বোনের আবদারই রক্ষা করতে হচ্ছে শাবনূরকে। শাহজাহান চৌধুরী বলেন, ঈদের পরপরই শাবনূরের মা আমিনা বেগম মেয়ে ও নাতিকে আনতে অস্ট্রেলিয়ায় যাবেন। গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যান শাবনূর। ২৯ ডিসেম্বর এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ২০১২ সালে সহশিল্পী অনিককে বিয়ে করেন এই নায়িকা। ২০১২ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেন শাবনূর। শাবনূরের বাবা জানান, মেয়ে ও নাতি ফেরার পর শুভ দিনক্ষণ দেখে নাতির আকিকা এবং মেয়ের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। শাবনূর দেশে ফিরেই 'এমনোতো প্রেম হয়' এবং 'অবুঝ ভালোবাসা' ছবি দুটোর অসমাপ্ত কাজ শেষ করবেন। তবে নতুন কোনো ছবি হাতে নেবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো নেননি শাবনূর।