'কামসূত্র থ্রিডি' চলচ্চিত্রটি নিয়ে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছিলো। এবার মাত্রাতিরিক্ত অশ্লীলতার দায়ে চলচ্চিত্রটিকে ছাড়পত্র দেয়নি ভারতীয় সেন্সর বোর্ড।
সম্প্রতি শারলিন চোপড়া অভিনীত 'কামসূত্র থ্রিডি' চলচ্চিত্র দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা এটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। কারণ প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের নিয়ম অনুযায়ী ছবিটি নির্মাণ করা হয়নি বলে জানিয়েছে তরা। তবে কিছু দৃশ্য কর্তন করলে চলচ্চিত্রটিকে ছাড়পত্র দেয়া হবে বলে জানানো হয়।
'কামসূত্র থ্রিডি' চলচ্চিত্রটিতে শারলিন চোপড়ার বেশ কিছু নগ্ন ও যৌন দৃশ্য রয়েছে। এগুলো কর্তনের পর আবারও সেন্সরবোর্ডের কাছে চলচ্চিত্রটি জমা দেয়া হবে বলে জানায় পরিচালক।
অন্যদিকে সেন্সর বোর্ডর কাছে চলচ্চিত্রটির জমা দেয়ার অনকে আগেই ইউটিউবে একটি ট্রেইলার প্রকাশ করা হয়েছিলো। যেখানে বেশ কিছু নগ্ন দৃশ্য রয়েছে।