বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান পিটবুল। আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে মিউজিক বিশ্বের এই তারকা গায়ক কাজ করেছিলেন কিং খানের সঙ্গে। একসঙ্গে মাতিয়েছিলেন স্টেজও। যার জন্য তাঁকে কিং খানের থেকে বেশ কিছু বলিউডি নাচের স্টেপসও শিখতে হয়েছিল।
পিটবুল বলেন, 'আমাকে বেশ কিছু বলিউডের স্টেপ শিখিয়েছিলেন শাহরুখ খান। উনি একজন অসাধারণ পারফর্মার এবং দারুণ উৎসাহ ওঁর। এখন যদিও কোনও প্রজেক্ট হাতে নেই তবে ভবিষ্যতে ইচ্ছে আছে কাজ করার।'
পিটবুলের এমন ইচ্ছেকে কিং খান কবে স্বাগত জানান এখন সেটাই দেখার। পিটবুল-কিং খানের যুগলবন্দী দেখার জন্য যে মুখিয়ে থাকবে গোটা বিশ্ব।