অনেকদিন ধরেই আলাদা বসবাস করছিলেন তারা। তবে এবার আইন অনুযায়ী আর স্বামী-স্ত্রী নন জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্থনি। আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে গেল। এর মধ্য দিয়ে ইতি ঘটলো সংগীত দম্পতির সাত বছরের দাম্পত্য জীবনের। লসঅ্যাঞ্জেলেস সুপারিয়র কোর্ট বিচারক ১৬ জুন এই বিচ্ছেদ প্রক্রিয়া চূড়ান্ত করেন।
আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের সন্তানরা বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকবে। আর মাসে সাতদিন বাবার মুখ দেখতে পারবে তারা। এ সময় অবশ্যই ৪৫ বছর বয়সী মার্ককে একজন আয়ার ব্যবস্থা করতে হবে বলে আদালত নির্দেশ দেন। তবে নিজের কিংবা সন্তানের ভরণপোষণের জন্য কিছুই দাবি করেননি ৪৪ বছর বয়সী লোপেজ। বিচ্ছেদ হলেও সম্পর্কটা বন্ধুর পর্যায়েই রেখেছেন তারা।
২০০৪ সালের জুনে চুপিসারে বিয়ে করেছিলেন লোপেজ ও অ্যান্থনি। ২০১১ সালের জুলাইয়ে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরের বছরের এপ্রিলে লোপেজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন গায়ক অ্যান্থনি।
মার্কের সঙ্গে বিচ্ছেদের পরপরই নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন লোপেজ। কিন্তু কয়েকদিন আগে তাদের আড়াই বছরের প্রেম ভেঙে গেছে। অন্যদিকে মার্ক এক বছর প্রেম করেছেন মডেল শ্যানন ডি লিমার সঙ্গে। এরপর তিনি জড়ান মডেল শ্লো গ্রিনের সঙ্গে। এ বছর ওই সম্পর্কও ভেঙেছে।
মার্ক অ্যান্থনি ও জেনিফার লোপেজ দু’জনই পপ তারকা। মার্কের নতুন স্প্যানিশ অ্যালবাম ‘৩.০’ জনপ্রিয়তা পেয়েছে। এখন তিনি কাজ করছেন ইংরেজি পপ অ্যালবাম নিয়ে। এদিকে চলতি সপ্তাহে জেনিফার লোপেজের নতুন অ্যালবাম ‘অ্যা.কে.অ্যা’ বাজারে এসেছে।