টিভি চ্যানেল কালার্সের জনপ্রিয় শো 'ঝলক দিখলা যা' সঞ্চালনা থেকে বাদ পড়লেন দৃষ্টি। ছোট পর্দার জনপ্রিয় তারকা দৃষ্টি ধামির সঞ্চালনায় ত্রুটি থাকার কারণে তাকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ।
শো থেকে বাদ পড়া প্রসঙ্গে ট্যুইটারে দৃষ্টি ধামি জানিয়েছেন, আমার ঝলকের সফর এখানেই শেষ। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়েছিলাম তার জন্য ধন্যবাদ।
এদিকে, শুধু চ্যানেল কর্তৃপক্ষ নয়, দর্শকেরাও দৃষ্টিকে একদম নিখুঁত পায়নি। অনুষ্ঠানটিতে দৃষ্টিকে তার ভুলগুলি শোধরানোর সুযোগ দেওয়া হলেও সেটার সদ্ব্যবহার তিনি করতে পারেননি। অবশেষে দৃষ্টিকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নিতে হয় কর্তৃপক্ষকে।
তবে দৃষ্টির জায়গায় 'ঝলক দিখলা যা' অনুষ্ঠানটির সঞ্চালনায় কে আসছেন সে সম্পর্কে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।