'আমাদের দুজনের মধ্যে ভাই বোনের মতো সম্পর্ক। আমার কাছে পিটবুল ভাইয়ের মতো' বললেন হলিউডের গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। জেনিফার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পিটবুলের সঙ্গে তার জুটি হওয়া সম্ভব নয়।
যদিও বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছিল জেনিফার পিটবুলের সঙ্গে নতুন জুটি বাঁধতে চলেছেন। পিটবুলকে সঙ্গে নিয়েই 'উই আর ওয়ান', 'অন দ্য ফ্লোর' এর মতো গান গেয়েছেন জেনিফার।
তিনি জানান, এতকথা হত না, যদি জেনি তার প্রেমিক ক্যাসপার স্মার্টের সঙ্গে ব্রেকআপটা সেড়ে না ফেলতেন।