সুপার হিরোইন শম্পা এখন টিভি নাটক, ছোটপর্দার উপস্থাপনা ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি 'ছবির হাট', দূরত্ব ও 'বিক্রয়ের জন্য নহে' শিরোনামের তিনটি নাটক, থাইফুডের একটি বিজ্ঞাপন এবং এনটিভিসহ কয়েকটি টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান উপস্থাপনার কাজ করেন। মডেল-অভিনেত্রী শম্পা বলেন, মূলত চলচ্চিত্রে কাজের আগ্রহ নিয়েই সুপারহিরো-হিরোইন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছি। এগুলোর মধ্যে 'মাটির পিঞ্জিরা' ও 'মনের মধ্যে লেখা' মুক্তি পেয়েছে। আরও কয়েকটি মুক্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু যে সময়ে মিডিয়ায় আসি তখন চলচ্চিত্রের অবস্থা ভালো না থাকায় নিয়মিত হতে পারিনি। তাই ছোটপর্দার কাজে মনোযোগী হলাম। তবে ভালো চলচ্চিত্র পেলে কাজ করব। শীঘ্রই আরও প্রায় অর্ধডজন নাটকে অভিনয় করতে যাচ্ছি। ইতিমধ্যে চ্যানেল আই, এটিএন বাংলা, মাছরাঙা, বৈশাখী, এনটিভিসহ জনপ্রিয় টিভি চ্যানেলগুলোতে শম্পা অভিনীত একাধিক ধারাবাহিক, টেলিফিল্ম ও এক ঘণ্টার নাটক প্রচার হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপনও প্রচার হচ্ছে।