যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী টেইলর সুইফটের বাড়িতে হামলা চালানো হয়েছে। তিন দুর্বৃত্ত বাড়ি লক্ষ্য করে বোতল ছোড়ে এবং অশ্রাব্য ভাষায় নিরাপত্তাকর্মীদের গালাগাল করে। তবে পার পায়নি এই দুর্বৃত্তরা।
তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। কানেকটিকাটের স্থানীয় তিন ব্যক্তি মাইকেল হরিগান, ট্রিস্টান কেডিং এবং এমিলি কেডিংয়ের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যদিও এ ঘটনাটি ঘটার সময় সুইফট তার বাড়িতে ছিলেন না। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা রায়ান পইরিয়ার জানান, হামলাকারীরা আক্রমণের পর বাজে অঙ্গভঙ্গি করে।'