আজ মুম্বাই পুলিশের সামনে জবানবন্দি দিতে চলেছেন বলিউড তারকা প্রীতি জিনতা। গত ১২ জুন প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন প্রীতি। পাশাপাশি নেসের বিরুদ্ধে গালিগালাজ ও ভয় দেখানোর অভিযোগও দায়ের করেন তিনি।
এই ঘটনার তদন্তে যুক্ত এক পুলিশ আধিকারিক এদিন জানান, 'ওয়াংখেড়ে স্টেডিয়ামেই প্রীতির বয়ান নেওয়া হবে। ঘটনার দিন যা যা হয়েছিল, এদিন ফের সেই ভাবেই গোটা বিষয়টিকে সাজানো হবে। যাতে পুলিশের কাছে গোটা বিষয়টি স্পষ্ট হয়।'