বলিউড অভিনেতা রাহুল বোসকে এবার দেখা যাবে প্রিয়াংকা চোপড়ার স্বামীর ভূমিকায়। জোয়া আখতারের 'দিল ধাড়কনে দো' ছবিতে রাহুল ও প্রিয়াংকা এমন এক দম্পতির চরিত্রে অভিনয় করবেন যারা একে অপরের থেকে আলাদা থাকেন এবং যাদের জীবনে একগুচ্ছ সমস্যা।
শোনা যাচ্ছে, স্পেনের বিভিন্ন লোকেশনে শ্যুটিংয়ের পর ছবির স্টারকাস্ট ইস্তাম্বুলেও যাবে। এই ছবিতে অনিল কাপুর, রণবীর সিং, আনুশকা শর্মা ও ফারহান আখতার মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এই টিমে এবার রাহুল বোসকেও সামিল করা হয়েছে।
যদিও রাহুল বোস চিরকালই অফ-বিট ছবিতে অভিনয় করেন কিন্তু এই ছবিতে রাহুলের উপস্থিতি ছবিকে আরও বেশি মজাদার করে তুলবে বলেই আশা করছেন পরিচালক।