পুরো এফডিসি খালি। ভিড় শুধু ৩ নাম্বার ফ্লোরের সামনে। উৎসুক জনতার উঁকি-ঝুঁকি। ঘটনা কি? কি ম্যাজিক ঘটছে ভিতরে! ভিতরে গিয়ে দেখা যায় বিশাল কাণ্ড! চোখের সামনে বিরাট সেট। সেটের রং আর আলোর প্রণয়ে সুন্দর একটি আবহ তৈরি হয়েছে। কিন্তু এতে এত মানুষের উৎসুক উঁকি-ঝুঁকি কেন? পরে জানা গেল বিস্তারিত। জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন তাদের ঈদের অনুষ্ঠানের জন্য এই সেট নির্মাণ করেছে। আর সেটে এসে প্রতিদিন নামি দামি তারকারা আড্ডা দিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদক যখন সেটে উপস্থিত তখন হুমায়ূন আহমেদ স্মরণে একটি অনুষ্ঠানের শুটিং চলছিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন হুমায়ূন আহমেদের সহধর্মিণী অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। আর তার অতিথি হুমায়ূন আহমেদেরই সাত শিল্পী। তারা হলেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রিয়াজ, ফেরদৌস, এস আই টুটুল, সেলিম চৌধুরী এবং কুদ্দুস বয়াতি। সব মিলিয়ে বিশাল আয়োজন। সব জেনে উৎসুক জনতার উঁকি-ঝুঁকির রহস্য আবিষ্কার হলো।
অনুষ্ঠানের শুটিংয়ে উপস্থিত আছেন বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ। তার কাছে বিস্তারিত জানতে চাইলে বলেন, 'সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ কোনো আয়োজন হবে আর হুমায়ূন আহমেদ স্যারের নাম উচ্চারিত হবে না, এটা অসম্ভব। স্যারকে স্মরণ করেই এবার আমরা করেছি 'হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া।' তিনি আরও জানালেন, অনুষ্ঠানটি তিন পর্বে নির্মিত হচ্ছে। প্রথম পর্বের অতিথি জাহিদ হাসান-মাহফুজ আহমেদ, দ্বিতীয় পর্বে রিয়াজ-ফেরদৌস, আর শেষ পর্বে এসআই টুটুল-সেলিম চৌধুরী-কুদ্দুস বয়াতি।' শাওন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন তারেক আখন্দ।
'হুমায়ূন আহমেদকে নিয়ে যে কোনো ধরনের আড্ডা আমার ভালো লাগে। আর সেই আড্ডা যদি হয় প্রিয় মানুষদের সঙ্গে, তাহলে তো আরও ভালো'_ জানালেন অনুষ্ঠানের উপস্থাপক শাওন আহমেদ। তিনি আরও বলেন, 'এই অনুষ্ঠানের অতিথিদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন দেখা হয়নি। তাদের মুখে হুমায়ূন আহমেদের কথা শুনতে ভালো লেগেছে। পুরনো স্মৃতি মনে করেছি। সেই সব দিনগুলোর কথা মনে পড়েছে। বেশ উপভোগ করেছি। বাংলাভিশনকে ধন্যবাদ।' অনুষ্ঠানটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে তিনটি পর্বে।