ঈদের অনুষ্ঠানমালায় বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা' ঐহিত্য হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিবারই এই অনুষ্ঠানের উপস্থাপককে নিয়ে থাকে কৌতূহল। জানা গেছে, এবারের 'আনন্দমেলা' উপস্থাপনা করছেন আনজাম মাসুদ। এরই মধ্যে বিটিভি কর্তৃপক্ষ আনজাম মাসুদকে অনুষ্ঠানটি উপস্থাপনার ব্যাপারে চূড়ান্ত সম্মতি জানিয়েছে। এর মধ্য দিয়ে দুই বছর পর আবারও 'আনন্দমেলা' উপস্থাপনা করতে যাচ্ছেন আনজাম মাসুদ।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন আনজাম মাসুদ নিজেও। তিনি বলেন, 'দুই বছর পর আবার আনন্দমেলা উপস্থাপনা করতে যাচ্ছি। স্বাভাবিকভাবেই খুশি লাগছে। অনুষ্ঠানটি জনপ্রিয় হওয়ায় চ্যালেঞ্জি বেশি। সব বিষয় মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে। এবারের পরিকল্পনায় দর্শকেরা নতুন অনেক কিছু দেখে আনন্দ পাবেন।'
উপস্থাপক জানিয়েছেন, আজ থেকে আউটডোর দৃশ্যের কিছু কাজ শুরু হবে। পরে স্টুডিও অংশের কাজ হবে।
আনজাম মাসুদ আরও বলেন, 'এবারের অনুষ্ঠানে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হবে। বিভিন্ন ক্ষেত্রের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা পারফর্ম করবেন। এরই মধ্যে অনেকের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।'
সারোয়ার মিয়ার প্রযোজনায় ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা' বরাবরের মতো প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। উপস্থাপনার পাশাপাশি 'আনন্দমেলা' অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করছেন আনজাম মাসুদ।
১৯৯৬ সালে আনজাম মাসুদ বিটিভিতে 'আজকাল' নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। এরপর এটিএন বাংলার জন্য 'এক দুই তিন' এবং 'আজ কাল পরশু' নামের আরও দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। তবে বর্তমানে উপস্থাপনার পাশাপাশি নির্মাণেও ব্যস্ত রয়েছেন আনজাম।