স্বপ্নের কারিগরের উদ্যোগে নির্মিত হলো ভিন্নধর্মী মিউজিক ভিডিও। রাজীব মণি দাসের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইফতি। আর গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপখ্যাত গায়িকা নিশিতা বড়ুয়া, পুতুল ও ইফতি। পাশাপাশি গানের মিউজিক ভিডিওতে অংশগ্রহন করেছেন তারা। এবারই প্রথম নিশিতা ও পুতুল একসঙ্গে গান করলেন। গানের মডেল হয়েছেন বর্তমান প্রজন্মের দুই মুখ সাখাওয়াত ও সানিতা। খুব শীঘ্রই মিউজিক ভিডিওটি বিভিন্ন চ্যানেলে প্রচার করা হবে বলে জানা যায়। ব্যতিক্রমধর্মী এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আজহারুল আলম বাবু।