জাস্টিন বিবার ও সেলেনা গোমসের সব কিছু মিটমাট হয়ে গেছে এটা মোটামুটি পুরনো খবর। তাদের দুজনকে একসঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বেরোতেও নাকি দেখা গেছে। এবার জানা গেল নতুন খবর।
শোনা যাচ্ছে, এই দুই 'লাভবার্ড' নাকি একসঙ্গে নতুন মিউজিকের কাজ করছেন। সেলেনা এবং বিবার দুজনকে একত্রে একটি মিউজিক স্টুডিও থেকে বেরোতে দেখা যাওয়ার পরই এই জল্পনা শুরু হয়ে গেছে। এই দুই মিউজিক তারকা এর আগেও জুটিও বেঁধে বহু হিট অ্যালবাম উপহার দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের। মিউজিক রেকর্ডিং-এর খবরটি যদি সত্যি হয় তবে ভক্তরা আবার একটি নতুন হিটের দিকে তাকিয়ে থাকবেন।