বলিউডের ক্লাসিক ফিল্ম ‘শোলে’র প্রায় ৩৯ বছর পর পরিচালক রমেশ সিপ্পি ফের তার মুভিতে হেমা মালিনীকে নিলেন। সিপ্পির পরবর্তী মুভির নাম ‘শিমলা মির্চ’। মুভিটির শ্যুটিং শুরু হবে আগস্টে। এটি একটি রোমান্টিক মুভি। এতে আরো অভিনয় করতে যাচ্ছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। কিন্তু মুভিটির মূল অভিনেত্রীর নাম এখনো চূড়ান্ত হয়নি।
এক বিজ্ঞপ্তি অনুযায়ী, রমেশ সিপ্পি ৩৯ বছর আগে তারে ছবি ‘শোলে’তে তার প্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে ‘বসন্তী’র চরিত্র দিয়ে সামনে নিয়ে এসেছিলেন।‘শিমলা মির্চ’ রমেশ সিপ্পির অন্যান্য মুভির মতোই ইংরেজি ‘এস’ অক্ষর দিয়েই শুরু হয়েছে। সিপ্পির সর্বশেষ মুভিটি ৯৯৫ সালে মুক্তি পেয়েছিল। প্রায় ১১ বছর পর আবার মুভির পরিচালনায় আসছেন তিনি।