ওনিরের নতুন ছবি 'সাব' এর মধ্যে দিয়ে ৯০ দশকের অভিনেত্রী সঙ্গীতা বিজলানি চলচ্ছিত্র দুনিয়াতে ফিরে আসতে চলছেন, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু এখন বি টাউনে গুঞ্জন উঠেছে সঙ্গীতার বদলে সেই চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন বলিউডের অপর এক অভিনেত্রী রাবীনা ট্যান্ডন।
জানা গেছে, সঙ্গীতা তাঁর এই ছবি নিয়ে খুব উচ্ছসিত ছিলেন। কিন্তু সিনেমাটিতে বেশ কিছু ঘনিষ্ট দৃশ্য আছে যাতে একেবারেই স্বচ্ছন্দ নন সঙ্গীতা এবং সেই কারনেই নাকি তিনি এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। তাই 'মাই ব্রাদার লিখিলে'র পরিচালক ওনির সঙ্গীতার পরিবর্তে সেই চরিত্রে রাবীনা ট্যান্ডনকে কাস্ট করার কথা ভেবেছেন এবং রাবীনা সিনেমাটির জন্য মত দিয়েছেন। ওনির নিজেই জানান, 'রাবীনাই আমার সিনেমা করছেন এবং তিনি রাজি হয়েছেন চরিত্রটির জন্য।'