নগরীর বঙ্গবন্ধু উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা শেষে বরিশালের সাবেক মেয়র ও সদর আসনের এমপি শওকত হোসেন হিরণের মরদেহ মুসলিম গোরস্থানে তার মা মরহুমা জয়নব বেগমের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। গতকাল বঙ্গবন্ধু উদ্যানে জুমার নামাজ শেষে বেলা আড়াইটায় হিরণের জানাজা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু উদ্যান ছাড়াও সংলগ্ন সবগুলো রাস্তায় যে যেভাবে পেরেছে অংশ নিয়েছেন সাবেক নগরপিতার জানাজায়।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বরিশালের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, সিটি মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামাল, জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম, ওয়ার্কার্স পার্টির নেতা টিপু সুলতান এমপি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুনর রশিদ খান, মেট্রো পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, জেলা পুলিশ সুপার একেএম এহ্সানউল্লাহসহ নগরী ও জেলার ১০ উপজেলা থেকে আগত বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৫০ হাজার মানুষ জানাজায় অংশ নেন। নগরীর চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ জানাজায় ইমামতি করেন। হিরণের একমাত্র পুত্র রাফসান সাজিদ হোসেন তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। আজ বাদ আসর হিরণের কুলখানি উপলক্ষে পুরুষদের নূরিয়া স্কুলমাঠ ও মহিলাদের হিরণ পয়েন্টে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মোনাজাত শেষে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় সদর আসনের এমপি হিরণের কফিনে। এ সময় তাকে এক নজর দেখার জন্য জনতার বাঁধভাঙা স্রোত ধেয়ে এলে তড়িঘড়ি কফিন নিয়ে মুসলিম গোরস্থানের দিকে রওনা হয়। বিকাল পৌনে ৪টায় নগরীর মুসলিম গোরস্থানে মা মরহুমা জয়নব বেগমের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় হিরণকে। এ সময় সেখানে উপস্থিত কেউ-ই চোখের পানি ধরে রাখতে পারেননি। এর আগে বেলা পৌনে ১১টার দিকে হিরণের মরদেহ দক্ষিণ আলেকান্দা নূরিয়া স্কুলসংলগ্ন হিরণ পয়েন্টের বাসভবন থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় সোহেল চত্বরে আনা হয়। সেখানে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। দুপুর ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় সিটি করপোরেশনে। সেখানে মেয়র আহসান হাবিব কামাল, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা হিরণের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ল্লেখ্য, ২২ মার্চ রাতে নগরীর বরিশাল ক্লাবে হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ।