আজ রাত ১০টার সংবাদের পর 'ইত্যাদি'র পাহাড়পুর বৌদ্ধবিহারে ধারণ করা পর্বটি আবার প্রচার হবে। এই পর্বটি ধারণ করা হয় ২০১১ সালের ১৯ ডিসেম্বর। বিষয় বৈচিত্র্যে ভরপুর 'ইত্যাদি'র এ পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতামূলক ও শিক্ষামূলক প্রতিবেদন। যথারীতি আছে মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। শিল্পী নির্বাচনও রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট অঞ্চলকেন্দ্রিক। দেশাত্মবোধক গান গেয়েছেন এন্ড্রু কিশোর, রফিকুল আলম, শবনম মুশতারী ও ফাতেমা-তুজ-জোহরা। 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।